আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃসুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে তরং গ্রামে পীরে কামিল হযরত ক্কারী নুর আলী শাহ্ র উরুস মোবারক ৬ই ফাল্গুন রোজ বুধবার সকাল থেকে ফজর পযর্ন্ত ভক্ত গনের মিলন মেলা ও উরুসের সব কার্যক্রম অনুষ্টিত হবে।
জানা যায় তিনি ১৯৫৭সালের আঠারই ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করে পরপারে চলে যান ঐ অলি। সেই হিসাবে ৬২তম উরুস মোবারক অনুষ্টিত হচ্ছে ।
তারিখ টি সঠিক বলে সমর্থন করেন, তরং গ্রামের আহম্মদ হোসেন আখঞ্জী। তিনি বলেন ক্কারী নূর আলী শাহ্ র (এক ভক্ত কডু ফকির নামে ছিলেন )উনি আমাদের বাড়িতে অনেক সময় আসতেন। আর আমার বাবার সাথে মিলছিল। সেই হিসাবে আমার গুরুজনের কাছ থেকে শোনেছি ১৯৫৭ সালেই উনি ইহ জগত ত্যাগ করেছিলেন।
উরুস কর্মসূচীর মধ্যে মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো, জিগির আছগার, মুর্শিদী, ভাটিয়ালি, জারি, ও বাউল গান শিরনী বিতরণ। বুধবার ( ১৯ ফেব্রুয়ারী ) বাদ ফজরের আগে আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে উরুসের কার্যক্রম শেষ হবে।
উরুসের নির্দিষ্ট তারিখ ও বার বিষয়ে জানতে চাওয়া হলে ৮নংওয়ার্ড ইউ/পি সদস্য আলী হুসেন আখঞ্জী বলেন আগামী ৬ তারিখ বুধবার সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী উরুস মোবারক অনুষ্টিত হবে । তাই আমরা থানায় ও উপজেলা প্রশাসনে আবেদন করেছি, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জন্য ।
ক্কারী নূর আলী শাহ্ র মাজারের খাদেম নূর মিয়া বলেন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই অলি আওলিয়ারা মানব কল্যানে জীবন কে উত্সর্গ করেছেন । সেই শিক্ষা দেওয়া আমার উদ্যোশ । তাই প্রতি মানুষ অলি আওলিয়ার দরবারে যাওয়া উচিত ।
উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসতে শুরু হয়েছে। উরুস ও মেলায় আগতদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।