তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা
আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল কে সংবর্ধনা দিয়েছেন তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামিলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নে শ্রীপুর বাজার শুভাগমন উপলক্ষে আজ (১৯,ফেব্রুয়ারি,)বুধবার করুণা সিন্ধু চৌধুরী বাবুল কে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পূর্বে তাদের শ্রীপুর বাজার প্রবেশদ্বার থেকে একটি মিছিল এর মাধ্যমে শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রীপুর বাজার দলীয় কার্যালয়ে আনা হয়। সুনামগঞ্জ সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং জিয়ালক এর নেতৃত্বে, শ্রীপুর বাজার আওয়ামিলীগ কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে সুয়েব মিয়া প্রথমেই ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংবর্ধিতদের ।
সুনামগঞ্জ সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-অর্থসম্পাদক আবুল হাসান রিফাত এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোদ্দাসির আলম সুবুল, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খয়ার, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার, আওয়ামিলীগ নেতা রিপন, প্রমুখ এছাড়াও শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন