তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমানের তত্ত্বাবধানে থানা চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, জহুর লাল, মনিতোষ দাস, শংকর দে, আলমাস মিয়া, এ এস আই নজরুল ইসলাম, মীর হোসেন সহ থানা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।তাহিরপুর থানা পুলিশের ব্যাক্তিগত অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন গ্রামের ৫০ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, দেড় লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান জানান, করোনাভাইরাস কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে নিম্ন আয়ের কিছু মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।