বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার
ও বাণিজ্যিক কেন্দ্র বাধাঘাট, বড়ছড়া শুল্ক স্টেশন, বালিয়াঘাট নতুন বাজার, চারাগাঁও, বাগলি,লাউড়েরগড়সহ উপজেলার বিভিন্ন এলাকাতে। লাইসেন্স ছাড়াই অনিয়মে চলছে মোটরসাইকেল ভাড়াটিয়া মোটরসাইকেল ডাইভার একটি মোটরসাইকেলে অতিরিক্ত নিচ্ছে যাত্রী ড্রাইভার সহ তিনজন এবং অনেক সময় দেখা যায় ড্রাইভারসহ চারজন নিচ্ছে। এমনকি মোটরসাইকেলে নাই সিগন্যাল, লুকিংগ্লাস, ব্রেকলাইট, ডাইভারের নাই হ্যামলেট এমনকি গাড়িরও নাই মিটার। এবং তার পাশাপাশি আরও জানা যায় অটোবাইক ট্রেনিং ছাড়াই হয়ে গেছে অটোবাইক চালক এবং এরমধ্যে রয়েছে ১০/১২ বছরের শিশু। কাউকে পরোয়া নাকরে তারাই চালাচ্ছে অটোবাইক এবং এই কারণে অনেক সময় ঘটে যাচ্ছে কিছু তাজা প্রাণ। বাদাঘাট এলাকা শিমুলতলা থেকে মানিগাও রোডে গতবছর পিকআপভ্যানের চাপাই চলে যাই স্কুল ছাত্রীর প্রাণ, এমন আরও অনেকেই দিতে হয়েছে প্রাণ। এমনকি অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তায় ভাঙ্গন। ভাঙ্গনের কারণ হচ্ছে পিকআপভ্যান ও যেরোডে চলার কথা মোটরসাইকেল অটোবাইক ও রিক্সা এখানে চলছে বাড়ি যানবাহন যেমন। যেমন পিকআপভ্যান জাদুকাটা নদীর পাড় থেকে নিয়ে আশা বালি, পাথর ও মাটি এলাকার বিভিন্ন স্থানে নিচ্ছে এমনকি দেখা যাচ্ছে রাস্তার সংকট থাকলেও তারা নিচ্ছে অতিরক্ত মালামাল। এ বিষয়ে এলাকার সচেতন মহল এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।