বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দিরাইয়ের চাঞ্চল্যকর শিশু তুহিন মিয়া হত্যার মামলায় শিশু আসামীকে ৮ বছরের কারাবাস দিয়েছে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। কারাবাস প্রাপ্ত আসামী শাহরিয়ার (১৩) নিহত শিশু তুহিনের চাচাত ভাই।
মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ শিশু আদালতের বিচারক মোঃ জাকির হোসেন অভিযুক্ত শিশুর বিরুদ্ধে এই রায় দেন। এ ঘটনায় মূল আসামিদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ১৬ মার্চ রায়ের দিন ধার্য্য করা হয়েছে। ঘটনায় জড়িত বাবা আব্দুল বাছির ও তিন চাচা নাছির উদ্দিন, আ: মছব্বির, জসসেদ আলী ও সাজাপ্রাপ্ত শিশু আসামী শাহরিয়ার জেলহাজতে আছেন। গত বছরের ১৩ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের বসতঘর থেকে গভীর রাতে ঘুম থেকে তুলে নিয়ে জবাই করে শিশু তুহিনকে হত্যা করে তার লিঙ্গ, দুই কান কেটে পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনাটি জাতিকে নাড়া দেয়।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট নান্টু রায় বলেন, আদালত তুহিন হত্যায় অভিযুক্তি শিশু আসামী শাহরিয়ারকে ৮ বছরের কারাবাসের আদেশ দিয়েছেন। এ মামলায় অন্য আসামী বাবা ও তিন চাচার বিচারের রায় আগামী ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালত ঘোষনা করবেন।