বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমির আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।
রবিবার (১৫ ডিসেম্বর) কালধর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক মিয়ার কাছে গ্রামবাসীরা পাওয়া টাকা নিতে গেলে কাটাকাটির এক পর্যায়ে তার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ ফারুক মিয়া তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গ্রামবাসীর ওপর গুলি চালায়। এ সময় আমির আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হন। ফারুকের ছোড়া গুলিতে ৩০ জন আহত হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফারুক মিয়াকে আটক করে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করা হয়েছে।