বিশেষ প্রতিনিধি ঃ- গতকাল বিকাল ৩টায় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্য প্রবাসী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সদস্য ও জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার কার্যকরী সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন সহ প্রমুখ। মত বিনিময় কালে যুক্তরাজ্য প্রবাসী ডক্টর সামছুল হক চৌধুরী করোনা কালীন সময়ের এলাকা বাসীর খবরাখবর নেন এবং উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুর আলম চৌধুরীরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সম সাময়িক আলাপ আলোচনা হয়।