বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন পৌরসভা নির্বাচনে দিরাই পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ্বজিত রায়ের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত হোসেন বখত এর ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
শুক্রবার (২৫ শেডিসেম্বর) দিনব্যাপী দিরাই পৌরসভার বিভিন্ন এলাকা ও বাজারে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন।
প্রচারণায় নোমান বখত পলিন বলেন, সারাদেশে নৌকার গণজোয়ার উঠেছে । নৌকা প্রতীক আবেগ এবং চেতনার বিষয়।চেতনা, আদর্শ ও মূল্যবোধের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে যে কাজ করে যাচ্ছে তাঁর এ উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা স্বাধীনতার প্রতীক , নৌকা বঙ্গবন্ধুর প্রতীক , নৌকা শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকা। তাই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিরাই পৌরবাসী নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছেন। দিরাই রাজনীতির উর্বর জায়গা এবং অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী একটা শহর । আশা করি দিরাই বিশ্বজিত রায় নৌকা প্রতীক নিয়ে বিপুলভোটে নির্বাচিত হবেন। নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসুন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান আহমেদ সেলিম, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সদস্য অমল কান্তি চৌধুরী হাবুল, সুনামগঞ্জ পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ,সহ সভাপতি সফিকুল ইসলাম , সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সুয়েব চৌধুরী , সহসভাপতি ঝন্টু তালুকদার , আবুল খায়ের, সুনামগঞ্জ জেলা যুবলীগ এর সাবেক সদস্য এড. পঙ্কজ তালুকদার , সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী , সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাবেক নেতা এড. স্বপন রায় স্বপু, সত্যজিৎ রায় সন্তু, শুভ দাস, সবুজ দেবনাথ , শুভ বনিক , সানি বখত, অনুকূল প্রমুখ ।