দেশ বিদেশের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম শান্ত
প্রবাস খবরঃ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জেলার সর্বস্তরের রোজাদরকে অগ্রিম শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সদস্য ও সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম শান্ত।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাধ্যমে বছরঘুরে এলো খুশীর ঈদ। কিন্ত এই প্রাণঘাতী করোনা ভাইরাসের মতো মহামারীর কারণে এবার ঈদের আমেজটা যেন স্নান হয়ে গেছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটা সাবধানতার সাথেই ঈদ উৎসব পালনের আহবান জানান তিনি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সবাইকে নিরাপদ থেকে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক পবিত্র ঈদুল ফিতরের এই সন্ধিক্ষণে আমার দেশ বিদেশের সর্বস্তরের জনসাধারনসহ দেশবাসীকে ঈদ মোবারক ।