বিশেষ প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে আকলিমা আক্তার (১০) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । সে দোয়ারাবাজার উপজেলার কিরণপাড়া গ্রামের আক্তার মিয়ার কন্যা ।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখে নিহতের ছোট ভাই কান্নাকাটি শুরু করে। তার কান্নাকাটি শুনে আশেপাশের বাড়ির লোকজন এসে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে তীরের সাথে ঝুলে আছে আকলিমা। পরিবারের লোকজনের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম টাইম টিউনকে বলেন, নিহত আকলিমার মা-বাবা পার্শ্ববর্তী ভাওয়ালীপাড়া গ্রামে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। ছোট ভাইকে নিয়ে আকলিমা তখন বাড়িতেই ছিল। বিকেলের দিকে তার ছোট ভাইয়ের কান্নাকাটি শুনে পাশের বাড়ির মানুষজন এসে দেখে গলায় দড়ি পেঁচিয়ে ঘরের ভেতর ঝুলছে আকলিমা। খাবর পেয়ে এলাকাবাসীসহ আমি ছুটে আসি। পরে থানায় খবর দেয়ার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ নিহত আকলিমার মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে।