এম এ মোতালিব ভুঁইয়াঃ
দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাশেমের দিক নির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে এসআই আরিফ রব্বানী ও এএসআই বজলুল করিমের সহযোগিতায় মঙ্গলবার(৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে আটক করেন। আটককৃত ডাকাত আবু বাক্কার(৩০)সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরি গ্রামের হাসান আলীর পুত্র ।
পুলিশ সুত্রে জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার বাংলাবাজারের বিকাশ ব্যাবসায়ী আমিরুল ইসলামের পুত্র আব্বাস উদ্দিন বাড়ি ফেরার পথে তাকে বেদরক মারপিট করে ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা ও ৭ টি মোবাইল ডাকাতি করে নিয়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় পালইছরা গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসুফ আলী ডাকাতকে আটক করে পুলিশের নিকট হস্থান্তর করেন।।দোয়ারাবাজার থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৫ তারিখ ১৯/২/২০২০খ্রিঃ।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আবুল হাসেম বলেন, ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।দোয়ারাবাজারকে অপরাধমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।