বিশেষ প্রতিনিধিঃ
শনিবার (১৪ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে শহীদ মিনারে শহিদ বুদ্ধিজীবীগণের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বীরপ্রতীক এম এ হালিম, বীরপ্রতীক মো. আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক অজয় কামার দাস, সহকারী শিক্ষক মো. নজির হোসেন, শাখাওয়াত উল্লাহ মারুফ ও ভূমি অফিসের নাজির শহিদুল ইসলাম