স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের এক অভিযানে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার(২ ডিসেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র গোপ এর নের্তৃত্বে শহরের রহমতবাগ এলাকা থেকে শামীমুল ইসলাম শামীম (৫৮)কে গ্রেফতার করা হয়েছে।
সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত বশির মিয়ার পূত্র।তিনি দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক বলে দলীয় সূত্রে জানা গেছে।তার বিরুদ্ধে সুনামগঞ্জ আদালত কর্তৃক টিএন্ডটি’র একটি মামলায় ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল সত্যতা নিশ্চিত করে জানান,মঙ্গলবার(৩ডিসেম্বর)গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।