এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়,দোয়ারাবাজার থানার এএসআই বজলুল করিম ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালতের সাজাপাপ্ত পলাতক আসামী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের গ্রামের মৃত মীরজালীর পুত্র আলাউদ্দিন উরুপে আইন উদ্দিনকে স্থানীয় বাংলাবাজার থেকে আটক করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সিআর ২০/১০ (দোয়ারা) মামলায় বিজ্ঞ আদালত দুই(২) বছর বিনাশ্রম কারাদন্ড ও দুই (হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল।
দোয়ারাবাজার থানার এসআই(দায়িত্বপ্রাপ্ত ওসি) সজিব দত্ত আসামিকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে মুঠো ফোনে বলেন তাকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।