বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের নাদের বখত ২১৬৬৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এন পির মনোনীত প্রার্থী মুর্শেদ আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৮৮৫ ভোট। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রহমত উল্লা হাত পাখা মার্কায় ভোট পেয়েছেন ২৩১৪ ভোট।