ধান কাটার শ্রমিকদের মাঝে কাঁচি,সাবান,বিস্কুট,চাল,ডাল ও আলু বিতরণ হয়
শাবজল হোসাইন,স্টাফ রিপোর্টার:মহামরী নভেল করোনা ভাইরাসের কারণে আতংকিত জনতা।এমতাবস্থায় ধান কাটার জন্য নেই শ্রমিক,বিপাকে রয়েছে কৃষক।
সেজন্য সরকার কৃষকদের ধান কাটার জন্য দিয়েছেন ধান কাটার মেশিন এবং কৃষকের ধান কাটার জন্য সকল শ্রমিকদের উৎসাহ দিচ্ছেন জেলা প্রশাসকসহ সকল সরকারি কর্মকর্তারা।
কাটলে ধান মিলবে ত্রাণ’এ শ্লোগানকে সামনে রেখে ধানকাটার শ্রমিকদের হাতে
কাঁচি,সাবান,বিস্কুট,চাল,ডাল ও আলু তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
আজ(২৩ এপ্রিল)বৃহস্পতিবার দুপুরে শনির হাওরের জমিতে ধান কাটারত অবস্থায় শ্রমিকদের হাতে ৫০ টি কাঁচি,৫০ টি সাবান,৫০ প্যাকেট বিস্কুট ও ১২০ টি খাদ্যসামগ্রীর ব্যাগ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতি ব্যাগে মধ্যে ৫ কেজি চাল,২ কেজি আলু ও ১ কেজি ডাল ছিলো।
এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমূখ ও বিভিন্ন পত্র-পত্রিকার সংবাদকর্মী বৃন্দ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন,আগামী ২৭ এপ্রিল আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা দ্রুত সময়ের মধ্যে পাকা ধান কেটে শেষ করুন।