বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার তরুণ উদীয়মান বঙ্গভাই নামে পরিচিত রাজপথের প্রতিবাদী কন্ঠস্বর মো. নাজমুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ যুক্তরাজ্য শাখার আহবায়ক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সভাপতি এবং সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক নারী নেত্রী ফেরদৌস আরা পাখি।
এক শোকবার্তায় ফেরদৌস আরা পাখি বলেন, মো. নাজমুল হক ছিলেন অন্যায়ে প্রতিবাদী কন্ঠস্বর এবং বঙ্গবন্ধু আর্দশের একজন অগ্রসৈনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক,রাজনীতি অঙ্গনে মো. নাজমুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ফেরদৌস আরা পাখি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।