বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপার) নতুন কমিটিতে শামসুল আলম স্বপন কে সভাপতি এবং রোকমুনুর জামান কে সাধারণ সম্পাদক পূনরায় নির্বাচিত।
বনপার নব নির্বাচিত সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি বলেন আগামী মার্চে কক্সবাজারে কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি আরও বলেন ৪১ সদস্য কেন্দ্রীয় কমিটির সাথে ৪ টি উপকমিটি করা হবে। এছাড়াও স্থায়ীকমিটি ও উপদেষ্টা কমিটি থাকবে। নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানান সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন।