নিউ টাইমর্স২৪ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নিয়ামতপুর বাজারে শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৭টার দিকে সংঘটিত ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বাজারের ১৮ টি দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ধারণা করছে। অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎক্ষণিক গাড়ীর নিয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) তসলিমা নুর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট তাড়াইলের ১ টি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৮ টি দোকান ছাড়া শুধু মালামাল পুড়ে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনই সঠিক করে বলা যাচ্ছে না। উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) তসলিমা নুর হোসেন জাফলং নিউজ টুয়েন্টিফোরকে জানান, দোকান ঘরে অগ্নি নিরোধক থাকলে তাৎক্ষণিক আগুন নিভিয়ে নিয়ন্ত্রণ আনা যেতো।ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে উপজেলা ত্রাণ তহবিল থেকে ২ বান্ডেল টিন ও কিছু টাকা দিয়ে সহযোগীতা করা হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু জাফলং নিউজ২৪ কে জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্থদের পথে বসার উপক্রম হয়েছে