বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সকল ব্যবসায়ী সদস্য সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জাহেদ হাসান।
সর্বোচ্চ সতর্ক থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগির আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। করোনা মহামারীর কারণে দেশে আজ চরম দুর্যোগ চলছে। এমন সময়ে দেশের অধিকাংশ পরিবারে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি। ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে সমাজের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।