বিশেষ প্রতিনিধিঃ করোনা সংকটে সুনামগঞ্জ পৌর শহর এলাকার সকল গ্রাহকের পানির বিল মওকুফ করে দিয়েছেন মেয়র নাদের বখত্।এই মহা সংকটে নাগরিকদের পানি সবচেয়ে বেশী প্রয়োজন বলেই মনে করেছেন তিনি নিউ টাইমস ২৪.কম কে তিনি জানান,পৌর শহর এলাকায় প্রায় ২হাজারেরও বেশী নাগরিক বর্তমানে পৌরসভা থেকে সরবরাহ কৃত পানি দিনে ২বেলা সংগ্রহ করে নিত্য দিনের কাজে ব্যবহার করেছেন। এই সময়ে বারবার হাত ধোয়ার জন্য অতিরিক্ত পানির প্রয়োজন পড়ছে সকল নাগরিকদের। এ কারনে আগামী ১মাস পর্যন্ত পৌর নাগরিকদের পানি সুবিধা গ্রহণের জন্য কোন বিল দিতে হবে না। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত পৌরসভার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌরসভার অফিসিয়াল পেইজ থেকে ও এই বার্তা সকলের কাছে পৌছে দিচ্ছে সুনামগঞ্জ পৌরসভা।মেয়র নাদের বখত্ আরো বলেন আমার কাছে মনে হয়েছে এই সময়টাতে নাগরিকরা অতিরিক্ত পানি ব্যবহার করতে হচ্ছে তাদের একটু সহযোগিতার জন্য তাই আমি তাদের কাছ থেকে কোন বিল নিবো না।পৌরসভার আর্থিক অবস্থা ভালো না হলেও নাগরিকদের আমি সহযোগিতা করতে চাই,এটা আমার দায়িত্ব, আমি আহবান করবো সকল বাড়ির মালিককে তারা যেন এই সময়টাতে বাড়ির সকল ভাড়াটিয়াদের ভাড়াও মওকুফ করে দেন,এটা তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মানুষ এই সময়টাতে অসহায়, তাদের পাশে দাঁড়াতে হবে, সকল সকলের জায়গা থেকে সহযোগিতা হাত বাড়াতে হবে। ফলোআপ (নিউ টাইমস ২৪.কম)