বিশেষ প্রতিনিধিঃ বর্নিল আয়োজনের মধ্য দিয়ে বর্ষিয়ান রাজনীতিবীদ,সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের ৮০ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকালে চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলহাজ্ব মতিউর রহমানের জন্মদিন পালন করে আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জন্মদিন উপলক্ষ্যে লালগালিছার সংবর্ধনা ও বৃক্ষরোপণ, বেলুন উড়ানো, দোয়া মাহফিল, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদেন জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা ফুল দিয়ে আলহাজ্ব মতিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীরীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার মিজানুর রহমান,বিপিএম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম,পৌর মেয়র নাদের বর্খত প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শামছুন্নাহার শাহান রাব্বানী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, অবণী মোহন দাস, রুমেন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম,জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম আহমেদ, শাল্লা উপজেলার চেয়ারম্যান আল আমিন চৌধুরী,জেলা যুব শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ জেলা যুব শ্রমিকলীগ সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ প্রমুখ।
এসময় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে মতিউর রহমানের বণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন,ও জন্মদিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।