নিজস্ব প্রতিবেদক:
তথ্য গোপন করে বহুবিবাহ প্রতারণা ঠেকাতে বিবাহ পদ্ধতি ডিজিটাল করা জরুরি বলে মন্তব্য করেছেন পুরুষ অধিকার ফাউন্ডেশনের মহাসচিব ফররুখ শাহজাদ শুভ।
বুধবার বিকেলে রংপুর মহানগরের স্থানীয় কার্যালয়ে পুরুষ অধিকার নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুরুষ অধিকার নেতা বলেন, বিবাহ পদ্ধতি ডিজিটালাইজেশন করার দাবিতে রাজপথে কর্মসূচি আহ্বান করা হয়েছে। আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।
ফররুখ শাহজাদ বলেন, ডিজিটাল সিস্টেমে সবাই জানবে কে বিবাহিত আর কে অবিবাহিত! তালাকপ্রাপ্ত হলেও জানা সহজ হবে। এতে তথ্য গোপন করে বহুবিবাহ প্রতারণা হ্রাস পাবে।
মতবিনিময় সভায় পুরুষ অধিকার সংগঠন রংপুর মহানগরের নেতা আল হারুন বাপ্পী, মোকলেছুর রহমান মুকুল, সাখাওয়াত হোসেন সোহাগ, সোহেল সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ, খন্দকার সোহেল আহমেদ, রাশেদুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।