বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রী সভায় অনুমোদন লাভ করায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দে ভাসছেন সুনামগঞ্জবাসী। রবিবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভা যাত্রায় অংশ নিতে সকাল থেকে বৃষ্টি আর শীত উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ সমবেত হতে থাকেন শহরের জেলা প্রশাসনের প্রাঙ্গণে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে মানুষ মিছিল সহকারে শহরে বরণ করে নেয়া হয়। পরে তাঁর নেতৃত্বে কালেক্টরেট প্রাঙ্গন থেকে হাজার হাজার মানুষের স্লোগানে সুনামগঞ্জের আকাশ বাতাস আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে উঠতে থাকে। আনন্দ শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গিয়ে আনন্দ সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমাম রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আলহাজ্ব মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট,জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম,বিবিএ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন,পৌর মেয়র নাদের বর্খত, সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম,জেলা যুবলীগের আহবায়ক খাইরুল হুদা চপল,জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ,জেলা যুব শ্রমিকলীগের সভাপতি মোঃ মাহতাব উদ্দিন তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।