বিশেষ প্রতিনিধি ঃ
বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ম. জয়নুল আবেদীন রোজ ও সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া।
গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক শাহীন রেজা নূরকে কানাডার
ভ্যাংকুভার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার চেতনা বাস্তবায়ন ও সুসংহত করতে এবং রাজাকার, আল বদর, আল শামসসহ দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শাহীন রেজা নূরের সুদৃঢ় অবস্থান নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।
শোকবার্তায় তারা শাহীন রেজা নূর এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূর শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, গৌরব’৭১ এর উপদেষ্টা। প্রজন্ম ৭১’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন প্রবাসী এই সাংবাদিক।