বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ কল্লোলকে ২০ দিনের মাথায় বদলি করা হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়।
এদিকে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে বলেও আদেশে বলে হয়েছে।
অন্যদিকে সদ্য বদলিকৃত ডা. তউহীদ আহমেদ কল্লোলকে মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান ডা. তউহীদ আহমেদ কল্লোল। সুনামগঞ্জে যোগ দিয়েই স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দেন। স্বাস্থ্য খাতে নানা উন্নয়নেরও উদ্যোগ নেন তিনি। তার হঠাৎ করে বদলিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে
ডা. তউহীদ আহমেদ কল্লোল নিজেই বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।