বিশেষ প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, হত্যা, মসজিদ ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ ইমাম-মোয়াজ্জিন পরিষদের আয়োজনে শহরের পুরাতন বাস্টেশনের জামতলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিম পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা দিলোয়ার হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা শায়েখ আব্দুল বছির, মাওলানা আতাউর রহমান লস্কর, মাওলানা আবু তাহির মো.খালিদ, মুফতি আজির উদ্দিন, মাওলানা আব্দুল আওয়াল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, আমরা সরকারকে একটা কথা জানিয়ে দিতে চাই শোনা যাচ্ছে মুদি সরকার বাংলাদেশে আসবে মোদি সরকার যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের বিরোদ্ধে কোন আন্দোলন করেনি করার পরিকল্পনা নাই।
কিন্তু অন্যায় ভাবে নিরিহ মুসলমানের উপর হামলা করেছে যে মুদি সরকার সেই মুদি যদি বাংলাদেশে আসে ধৈর্য্য ধারণ করতে পারবনা, সরকারের বিরোদ্ধে কথা বলতে আমরা মাঠে নামব।