বিশেষ প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত ১২টা ১ মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম.এ মান্নান এমপি। এর পর মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ, মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জসহ জেলার বিভিন্ন সরকারি-বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণসহ আওয়ামীলীগ, জাতীয় পাটি, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।