বিশেষ প্রতিনিধি:মরণব্যাধি নভেল করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সংকটকালীন সময়ে সুনামগঞ্জের মধ্যনগর চাপাইতি বাজারে শফিকুল ইসলাম শফিক ও জহির উদ্দিনের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ (০৩ এপ্রিল )শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতিসহ একাধিক গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে চাউল,ডাল,আলু,তৈল,পিঁয়াজ,সাবান ও লবন বিতরণ করা হয়।
এ সময় মধ্যনগর থানা আওয়ামীলীগের নেতা শফিকুল ইসলাম (শফিক) বলেন সাধারণ,অস্বচ্ছল,কর্মহীন মানুষের কথা বিবেচনা করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।এবং পর্যাক্রমে এ ব্যবস্থা আর বৃদ্ধি করা হবে।
এ সময় তিনি আরো বলেন,দেশের সংকটকালীন সময়ে ধনি ব্যক্তিরা নিজের এলাকাতে এমন উদ্যোগ নেন তাহলে করোনা প্রতিরোধে ঘরবন্দী থাকতে সাধারণ জনতার কষ্ট হবেনা,দুমুঠো ডাল ভাত খেয়ে সংকটকালীন সময় পার করতে পারবে।এ সময়,মরণব্যাধি নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শও দেন তিনি।
এ সময় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগনসহ কয়েক জন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।