সুনামগঞ্জ জেলা আ্ওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার দুই বারের জননন্দিত প্রয়াত মেয়র-জননেতা আলহাজ্ব আয়ূব বখত জগলুল এর দ্বিতীয় মৃত্যূ বার্ষিকীতে-তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র নাদের বখত মহোদয়।তিনি তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করেন, আমিন। আরো আসেতেছে বিস্তারিত।