সুনামগঞ্জ প্রতিনিধি ঃ আজ বিকাল ৪টায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত ক্রমে মুকুল বক্স কে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সহ সভাপতি বিপলু রজ্ঞন দাস, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু,দপ্তর সম্পাদক মিজানুর রহমান রুম্মান,প্রমুখ। সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং সরকারের নিয়ম নীতি মেনে প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করা হবে।