বিশেষ প্রতিনিধি ঃ সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি গ্রামের জাহানারা নামক এক অসহায় মহিলাকে ভালো কাজ দেওয়ার কথা বলে রঙ্গাচর ইউনিয়নের বিরামপুর গ্রামের তাজুল আলী ও মোস্তফা মিয়ার কপ্পরে পরে সৌদি আরবে পাঠানো হয় এ ব্যাপারে রাশেদ আলী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় তাজুল আলী ও মোস্তফা মিয়া মানব পাচার করে অনেক মহিলাকে বিভিন্ন প্রলোভন ও লোভ দেখিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। বর্তমানে জাহানারা কোথায় আছে কেমন আছে কোন যোগাযোগ নেই তাঁর পরিবারের সাথে। তাহার পরিবার খুব চিন্তায় দিনকাল কাটছে। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মো. শহিদুর বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থ্যা নেওয়া হবে।