সুনামগঞ্জ প্রতিনিধি : আজ দুপুর দেড় টায় সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান এবং হাওরে ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ মোহাম্মদ শরীফুল ইসলাম; বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা ও মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান এবং হাওরে ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ রিফাতুল হক। এ সময়ে নেজারত ডেপুটি কালেক্টর, সুনামগঞ্জ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক,ও অনলাইন পোর্টালের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠান শেষে উপস্থিত সকল কর্মরত সাংবাদিকদের মাঝে মুজিববর্ষের উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মুজিববর্ষের লোগো সম্বলিত ১টি করে লাল সবুজের ছাতা বিতরণ করা হয়।