আজ ১৭ মার্চ রাত ১২টা বাজলে শুরু হয়ে যায় বহুল প্রত্যাশিত ‘মুজিব বর্ষ’।
বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বছরব্যাপী অনুষ্ঠানমালা।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জননেতা ব্যারিষ্টার এনামুল কবির ইমন মুজিব বর্ষের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন ‘২০২০ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। ২০২০ সালের ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করার জন্য সুনামগঞ্জবাসী সহ দেশবাসী উন্মুখ হয়ে আছে।
মুজিব শতবর্ষের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা বিনির্মাণের।
‘২০২০ বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছরই উদযাপিত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যারিষ্টার এনামুল কবির ইমন বলেন মুজিব শতবর্ষে সুনামগঞ্জ জেলাবাসী সহ দেশবাসীকে মুজিববর্ষে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানান।