ব্যস্ত এক সড়কে রোজ একটি কুকুর এসে অপেক্ষা করে, যেখানে ৮০ দিন আগে তার মনিব মারা গিয়েছিলেন—এমন একটি ভিডিও নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে ব্যাপক আলোচনা।
চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে কুকুরটির অপেক্ষার এই দৃশ্য গত দুইদিনে ১৪ লক্ষ মানুষ দেখেছেন।
ঘটনার শুরু
ঘটনাটি ঘটেছে ২১শে অগাস্ট চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়ার হোহোট শহরের ঐ ব্যস্ত সড়কে কুকুরটির মালিক মারা যান।
এরপর থেকে রোজ কুকুরটি তার মনিবের জন্য অপেক্ষা করতে থাকে সেখানে।
একজন ট্যাক্সিচালক জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে সাহায্যের চেষ্টা করেছেন, কিন্তু কাউকে কাছে যেতে দেখলে প্রতিবারই পালিয়ে গেছে সে।
“স্থানীয় ড্রাইভারেরা কুকুরটির জন্য রাস্তায় খাবার রেখে দেয়, কিন্তু যখনি কেউ কাছে যাবার চেষ্টা করেছে, দৌড়ে পালিয়ে যায় কুকুরটি।”