বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহরের আমবাড়ি থেকে মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাভেল। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ১ মোটরসাইকেলে ৪জন আরোহী নিয়ে দ্রুত গতিতে শহরের আমবাড়ি থেকে মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় সোহাগ ও পাভেল ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অন্য দুই আরোহী আশিক ও শাকিল নূর গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইর্নচাজ (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছেন।