বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজারের শহরের এম সাইফুর রহমান সড়কের এক দোতলা ভবনে অগ্নিকান্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ৯ টায় ভবনের নিচের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। ঘটনাটি মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড়ে।
নিহতদের মধ্যে রয়েছেন পিংকি সু স্টোরের সত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোর নামের এক জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের বাসায় ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফার“খ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে সেন্ট্রাল রোডের তিনটি জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের একটি বাসায় ছড়িয়ে পড়ে। বাসাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারে কাজ করছেন।
কীভাবে দোকানে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।