বিশেষ প্রতিনিধিঃ
আগামী ইউনিয়ন নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও আশার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর খাঁনের সমর্থনে জামালপুর ৮ নং আশার কান্দি ইউনিয়নে নিজ বাড়ী জামাল পুর খান বাড়ীতে গতকাল রাত ৭টায় মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউ পি সদস্য দরাজুল ইসলাম খান, এ সময় এলাকা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও আশার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর খাঁন, পরিচালনা করেন সুহেল আহমেদ খান টুনু এ সময় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরব্বী তাহিদ উল্লাহ ,আব্দুল নুর ,আব্দুল জব্বার ,আব্দুল হান্নান ,ফিরোজ মিয়া,তকলিছ খান ,আব্দুল মতিন,সোনা মিয়া ,বদরুল ,বাবুল,আমির খান ছাব্বির ,মনজুর ,শাহিদ,আরমান উদ্দিন সহ আর অন্যান্য কর্মীবৃন্দ।