যুক্তরাজ্য প্রবাসী পাখির অর্থায়নে সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য প্রবাসী ও সার্চ মানবাধিকার সোসাইটির উপদেষ্টা ফেরদৌস আরা পাখির অর্থায়নে সুনামগঞ্জ সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান ও করোনায় ঘরবন্দি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বিপনীর দ্বিতীয় তলায় সার্চের অস্থায়ী কার্যালয় সম্মুখে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, বিশেষ অতিথি জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও সার্চ সুনামগঞ্জের সভাপতি সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জে জেলা সাধারন সম্পাদক একে মিলন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রিংক চৌধুরী, জেলা যুব শ্রমিকলীগের মহিলা সম্পাদিকা চাদনী আক্তার প্রমুখ। এ সময় ১৫০জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় ব্যরিষ্টার ইমন বলেন, প্রাণঘাতি করোনার চোবল থেকে দেশবাসীকে বাচাঁতে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। সেই সাথে ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। সরকারের পাশপাশি সার্চ মানবাধিকার সোসাইটির মত অন্যান্য সামাজিক সংগঠন এগিয়ে আসার আহবান জানাই। এ সময় জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ও সার্চের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার দেশের এই ক্রান্তিকালে ঘরবন্দি অসহায় দরিদ্র ও অনাহারী মানুষের সাহায্যে এগিয়ে আসতে বিত্তমানদের আহবান জানিয়ে বলেন, যাদের অর্থ আছে তাদের উচিৎ এখনই আল্লাহর ওয়াস্তে মানুষের কল্যানে দান করা। এই মহামারি করোনা আক্রান্ত হয়ে আপনিও হয়তো চলে যেতে পারেন এই পৃথিবী ছেড়ে কিন্তু আপনার পাহাড় সম সম্পদ রেখেও ভোগ করতে পারছেন না। তাই আপনার সম্পদ থেকে অসহায় দরিদ্র ক্ষুধার্থ মানুষের পাশে দাড়ান।