বিশেষ প্রতিনিধিঃ দেশের জন্যে কাদেঁ মন) এই স্লোগানকে সামনে রেখে য্বক্তরাজ্য(বঙ্গবন্ধু ফাউন্ডেশন) এর৷ সাধারণ সম্পাদক ও নারী নেত্রী ফেরদৌস আরা পাখির নিজস্ব অর্থায়নে কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় মনসিরহাট ইউনিয়নের চানপুর গ্রামের মন্সি বাড়ির উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করা হয়।করোনা সংকটে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা পাখির ছোট ভাই -নুরে আলম,আইকন জুয়েল,মিনহাজ আহমেদ,রায়হান,স্রাভন,মোঃনাহিদ,প্রমুখ।২৫০টি পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি পিয়াজ ও ১ কেজি আলু মোট ৮ কেজি করে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উপস্থিত ব্যাক্তিরা জানান, চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায়
ব্যবসা-বানিজ্যসহ সবকিছু বন্ধ ও সাধারণ
মানুষকে ঘরে থাকার কারণে কর্মহীন
নিম্নআয়ের লোকজন চরম খাদ্য সংকটে
রয়েছেন। তাদের পাশে দাঁড়াতেই যুক্তরাজ্য প্রবাসী ফেরদৌস আরা পাখির ক্ষুদ্র প্রচেষ্টা।
তারা আরো বলেন,ফেরদৌস আরা পাখি হলেন ঐ এলাকার সন্তান তিনি সব সময় আপনাদের পাশে থাকবেন ও সব সময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।ইনশাআল্লাহ।