নিউ টাইমর্স২৪ডেস্কঃ কোভিড ১৯ (করোনা ভাইরাস) আজ পৃথিবীকে আতংকে সবাই, শোকে নতজানু করে ফেলেছে। যেদিকেই তাকাই, শুধুই মৃত্যু,যন্ত্রনা আর অসহায়ত্বের হাহাকার। তবু এই দমবন্ধ হয়ে আসা দুঃস্বপ্নের মাঝেও একটি দুটি সহমর্মিতার গল্প আমাদের আবার আশাবাদী করে। তেমনই একটি হলো চাঁন্দপুর দঃপাড়ার কৃত্বি সন্তান মরহুম জাফর উল্লাহর বড় ছেলে ইউএসএ প্রবাসী নাসির উল্লাহ জনি তার নিজ্বস্ব অর্থায়নে ১০টি এলাকার ৫১০টি পরিবারের কাছে সাহায্য পৌছে দিয়েছেন। এমন মানবিকতাই এখন বাংলাদেশের প্রয়োজন, এমন উদারতার মাধ্যমেই আবার আমরা ঘুরে দাড়াবো। ইনশাআল্লাহ।