যুবক-যুবতীরাই দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি -ইউএনও বিজেন ব্যানার্জি
আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃ
অক্স্যফ্যাম ইন বাংলাদেশের এর অর্থায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) রিকল ২০২১ প্রকল্প বৃহস্পতিবার (২০ শে ফেব্রুয়ারী) উপজেলা মিলনায়াতন হলরুমে যুবগোষ্ঠিদের দেশের উন্নয়নে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের ট্রেইনিং এ্যাসিস্টেন্ট মোকশেদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে যুব গোষ্ঠিদের নিয়ে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি যুবগোষ্ঠিকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, এখন তোমাদের যে বয়স ইচ্চা শক্তিধারাই সব কিছু করা সম্ভব। বাংলাদেশে আমরা এখন যে পর্যায়ে আছি যুবক-যুবতির সংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশী। অন্যান্য দেশে বয়স্কদের সংখ্যার হার বেড়ে গেছে। তাই আমরা সারা বিশ্বের কাছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক হারুন অর রশিদ, এসময় তিনি যুব গোষ্ঠিকে দেশের উন্নয়নে গড়ে তোলার সার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা তুলে ধরেন তিনি, পোষাক তৈরী করা, মোবাইল, টেলিবিশন সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষন, পুকুড়ে মাছ চাষ, হাঁস-মুরগীর খামার ইত্যাদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, উপজেলা তথ্য আপা কেন্দ্র কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
উপস্থিত ছিলেন, উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল হোসেন মিয়া, ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার, অর বিন্দু দাশ, মোনোয়ার হোসেন মিলন, ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ সহ সিবিও সদস্যগণ।