স্টাফ রিপোর্টার:
জাতীয় যুব শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদারের ৪৬তম জন্ম দিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় পৌর বিপনীস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে জাতীয় যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক পিপি এড. শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, যুবলীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ আহমদ, যুবলীগ নেতা জিয়া আহমেদ, জেলা যুবশ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বিপলু রঞ্জন দাস, আফজাল হোসেন, মহিলা সম্পাদিকা চাদনী আক্তার, সদর যুব শ্রমিকলীগের সভাপতি তৈয়বুর রহমান রাজ, চ্যানেল এস টিভি’র জেলা প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার শুধু একজন সাংবাদিকই নয়, তিনি একজন রাজনৈতিক, শিক্ষানবীশ আইনজীবী, মানবাধিকারকর্মী। তাঁর প্রকাশনায় দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকাটি ইতিমধ্যে জণকল্যানে খবর প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অত্যন্ত সাহসীকতার সাথে সমাজের অনাচার, ব্যবিচার, অন্যায়, জুলুমের প্রতিবাদ করে আসছেন। তারঁ ৪৬তম জন্ম দিনে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে তাঁর দীর্ঘায়ু কামনা করি।