যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবারও জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক আরো দু’জন রুশনারা আলী ও আফসানা বেগম। রুপা হক লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে লেবার পার্টির অবস্থা আশানুরুপ না হলেও রূপা হক এগিয়ে আছেন। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুই এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকও জয়ী হয়েছেন। আফসানা এবার নতুন, বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসনে সম্ভাবনাময় প্রার্থীর তালিকায় রয়েছে। এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১০ প্রার্থী নির্বাচন করলেও আলোচনায় এই চার তরুণীই। চারজনই বামধারার রাজনৈতিক দল লেবারের প্রার্থী। আফসানা বেগম নিজ আসনে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।
রূপা হক নির্বাচনে ২৮ হাজার ১৩২ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গেল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট। ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রূপা। রূপা রাজনীতিতে আসার আগে কিংস্টন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। লন্ডনের হ্যামারস্মিথে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারে জন্ম নিয়ে ইলিংয়ে বেড়ে ওঠেন রূপা হক।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় সাধারণ নির্বাচনের ভোট শেষ হয়েছে। শুক্রবার ভোট গণনা চলছে। এর মধ্যেই বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করেছে। ব্রিটেনের স্থানীয় সময় শুক্রবার দুপুরের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।