প্রবাস খবরঃ যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আজ দুপুর ১২:৩০ মিনিটে স্থানীয় রয়েল লন্ডন হাসপাতালের ডাক্তার এবং স্টাফদের জন্য খাদ্য বিতরণ করা হয়। উক্ত খাদ্য বিতরণের সময় হাসপাতাল এন এইচ স্টাফদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ম. জয়নুল আবেদীন রোজ ও সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া।
এ ছাড়া উপস্থিত থেকে খাদ্য বিতরণে সহযোগিতা ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি খাঁন জামাল নুরুল ইসলাম, সহ সভাপতি মো: ইসলাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ফেরদোস আরা পাখি, মজ্ঞু আরা মনি প্রমুখ। বক্তারা বলেন, আগামীতেও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে একাত্মা ও দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাবো। এন এইচ এস এর পক্ষে মিঃ রয় এবং কয়েকজন স্টাফ খাবার গ্রহণ করেন। মিঃ রয় বলেন, তারা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তিনি জাতীয় অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।