বিশেষ প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে সকাল ৮টা থেকে পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ভোট শুরু হওয়ার এক-দেড় ঘন্টা পর সাড়ে নয়টার দিকে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। প্রশাসনের নজরজারি ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় জোরদার করা হয়েছে। ভোট গ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত।