বিশেষ প্রতিনিধিঃ কোন মেস্তোরি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে করে রে ময়ূর পংঙ্খি নায় ,কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু ছেড়ে যাইবা যদি “জ্ঞানী গুণী সবাই বলেন মুক্তি আসে মানবতায়, মানবতা, মন ধর্ম-কর্ম বিফলে যায়” এমন অসংখ্যা কালজয়ী গানের রচয়িতা হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কালনী নদী ঘেষা উজান ধল নিজ গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় দু’দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে।
এই উৎসব শেষ হবে আজ শনিবার গভীর রাতে। এই লোক উৎসবকে ঘিরে মেলা মাঠে শতাধিক দোকানীরা বিভিন্ন ধরনের পন্যসামগ্রী নিয়ে বসেছেন। মেলার নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দু’দিনব্যাপী শাহ আব্দুল করিম ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব শুরু হয়েছে। শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর উদ্যোগে কোয়ালিটি আইসক্রীম এর সহযোগিতায় দু’দিন ব্যাপী গ্রামের মাঠে প্রতিবছরের ন্যায় লোক উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে ও জয়ন্ত কুমার সরকার ও মাহমুদ পাভেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এই দু’দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধন করেন বাউলপ্রেমী স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ঠ অর্থনীতিবিদ পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত সুষমা দাস, পিকেএসএফ এর ব্যবস্থাপনা উপ পরিচালক ড. জসিম উদ্দিন, টিএম এস এস এর ্উপ নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের, সানোয়ারা ড্রিংস এন্ড বেভারেস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ,দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও দিরাই শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক নারায়ন দাস প্রমুখ। দেশ বিদেশের বাউল প্রেমী শাহ আব্দুল করিমের ভক্তবৃন্দের পদভাবে মুখরিত হয়ে উঠেছে উজান ধল গ্রামটি। রাতে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। ১৯১৬ সালের ১৫ই ফেব্রæয়ারী দিরাইয়ের উজান ধল গ্রামের এক গরীর পিতার ঘরে জন্মগ্রহন করেন। তিনি তার জীবদ্দশায় দেড় হাজারের মতো গান রচনা করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ভক্তবৃন্দের দাবী আগামীতে শাহ আব্দুল করিমের এই জন্মবার্ষিকীতে সরকারের পুরোপুরি সহযোগিতা কামনা করছেন।