আবু জাহান তালুকদার, তাহিরপুর প্রতিনিধিঃ নিজের বাড়ি, নিজের পাড়া,নিজের হাট বাজার নিজেই সুরক্ষিত রাখি। এই শ্লোগানে জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে
তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারের বনিক সমিতি।আজ সোমবার দুপুরে শ্রীপুর বাজারের বনিক সমিতির সভাপতি -সাধারন সম্পাদক ও সদস্যরা শ্রীপুর বাজারের প্রত্যেকটি দোকানে ও ড্রেনে জীবানুনাশক স্প্রে করেছে। শ্রীপুর বাজারের বনিক সমিতির সদস্যরা বাজারে হাত ধোয়ার জন্য সাবান ও পানি প্রদান করে।
শ্রীপুর বাজারের বনিক সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, আমরা চাই এই কার্যক্রম সারা উপজেলায় ছড়িয়ে পড়ক। সাধ্যমতো সবার পাশে থাকার চেষ্টা করব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ কাজে উৎসাহ ও সহযোগীতা প্রদান করে বলেন, আমি এ সকল উদ্যোগে সব ধরণের সহযোগীতার জন্য সবসময়ই প্রস্তত আছি।