বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের সবকিছুই যেন থমকে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেন না। খেটে খাওয়া মানুষের দিকে একবার তাকিয়ে দেখুন, যারা দিন এনে দিন খায়। কর্মে স্থবিরতা নেমেছে, নিম্ন আয়ের মানুষগুলো খাবে কি ! সংসার চলবে কি করে ! এরমধ্যে আবার বাড়ী ভাড়া ও দোকান ভাড়া আছে ! সুনামগঞ্জ পৌর মেয়র মহোদয়ের সু-নজর কামনা করছি। জেলার সব বাড়িয়াওলারা ও দোকানের মালিকগন এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। নিম্ন আয়ের মানুষগুলোর দিকে সামর্থ্যবানদের সু-দৃষ্টি দেয়ার অনুরোধ করছি।
‘আমি এ কে মিলন আহমেদ দেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ করছি, একটু বিবেচনা করুন। রিকশাওয়ালাদের রাস্তায় যাত্রী নেই, অধিকাংশ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, দিনে এনে দিনে খাওয়া পরিশ্রমী মানুষগুলো আজ বড়োই অসহায়। ভাড়াটিয়াদের দুর্যোগকালীন বাড়ী ভাড়া ও দোকান ভাড়া মওকুফের অনুরোধ করছি স্থগিত করার দাবি জানাচ্ছি। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। সকলের বিবেকের কাছেই আমার প্রশ্ন রইলো।
নিয়ম মেনে চলুন। আল্লাহ’কে ডাকুন, তিনি এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবেন। সার্চ ‘মানবাধিকার সোসাইটি বাংলাদেশ’ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষে আমি সকলকে সজাগ থাকার আহ্বান।