তাহিরপুর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি রাস্তা ও পানির নালা দখল করে পুকুর খনন করে আছে ভূমিদস্যুরা,এমন অভিযোগ পাওয়া গেছে।
রাস্তাটি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুধের আউটা গ্রামের পশ্চিম দিকে অবস্থিত। ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে (ভূমিদস্যু)ধন মিয়া (৩০), মল্লিক (৩৩), ছনু মিয়া (২৭), নয়ন মিয়া (৩৫) তাজুদ আলী (৩৮), আলমঙ্গীর (২৫), জাহাঙ্গীরসহ (২৩) আরো কয়েক জন দখলের সঙ্গে জড়িত বলে গ্রামবাসী জানিয়েছেন। যাদের ভয়ে গ্রামবাসীরা আতংকে রয়েছেন।স্থানীয়রা জানান- গত বৈশাখে রাস্তাটি দখল করে পুকুর খনন করা হয়। পাশাপাশি রাস্তার পাশের নালাটিও দখল করে নিয়েছে তারা। এতে জনসাধারণের চলাচল ভোগান্তির সৃ্ষ্টি হয়েছে। আজ থেকে ৪০ বছর আগে সাধারণ কৃষকদের সুবিধার জন্য নালাটি করা হয়েছিলো। যেটি বুড়োজমিতে পানি দেওয়ার একমাত্র মাধ্যম।কৃষকের অতুলনীয় পরিশ্রমের বিনিময় তৈরী হয়েছিলো নালাটি। সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে, রাস্তা কেটে কৃষকদের রেকর্ডীয় নালা ভরাট করে পুকুরের উত্তর পাশ গড়েছে। নালা ভরাট করার ফলে জমিতে পানি দিতে পারছে না সাধারণ কৃষকরা, তার চেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ওই রাস্তাটি। তবে এসব দেখার যেন কেউ নেই।
নূরুল হক নামে একব্যক্তি বলেন- ধন মিয়া ও তার সহযোগিরা তাদের সার্থে সরকারি রাস্তা ও কৃষকদের রেকর্ডীয় পানির নালা অবৈধভাবে দখল করে রাস্তা কেটে নালা ভরাট করে অবৈধভাবে পুকুর খনন করেছে।আমরা কৃষকরা টেলা গাড়ি, ধান মারাইকল, হালার, এগুলো নিয়ে যাতায়াত করতে পারছিনা। গত বৈশাখে আমরা অনেক কষ্ট করে ধান, বন বাড়িতে এনেছি পুকুর খনন করার কারণে।আমরা সাধারণ কৃষকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেন সরকারি রাস্তা ও কৃষকদের নিজ হাতে খনন করা পানির নালা উন্মুক্ত করে দেওয়া হয় ।
অনুসন্ধানে আরো জানাযায়-একই গ্রামের আইবুর রহমানে ক্রয় কৃত বুড়োজমি অবৈধভাবে দখল করে আছে কয়েক বছর ধরে ঐ ভূমিদস্যুরা।শুধু তাই একই গ্রামের একটি মাদ্রাসার ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ এর তত্ত্বও পাওয়া গেছে ঐ ভূমিদস্যুদের নামে।
এবিষয়ে ভূমিদস্যু ধন মিয়া বলেন-আমি এবিষয়ে কারো কাছে কৈফিয়ত দিতে রাজি না।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি)মোঃ মুনতাসীর হাসান পলাশ বলেন-এবিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি,আপনার মাধ্যমে আমি এখন জানতে পারলাম।আমরা তদন্ত করে দেখবো,যদি রাস্তা দখল করে থাকে তাহলে আমরা ভূমিদস্যুদের উচ্ছেদ করে দেবো।রাস্তা সবার প্রয়োজনের জন্যে কোনো ব্যক্তির নিজ সার্থের জন্য নয়।
শাবজল হোসাইন,তাহিরপুর প্রতিনিধি